Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ১৫:২৫

খুলনা: খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজির সরদার (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা এলাকার বাগু সরদারের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরে হাসপাতালে সর্বমোট ৫৬৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজন রোগী মারা গেছেন। একইসময়ে ভর্তি হয়েছেন ১১ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি রয়েছে।

সারাবাংলা/এনইউ

খুলনা টপ নিউজ ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর