Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে কিশোরগঞ্জের এলজিইডি অফিসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৩ ১২:০৯

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) রাত ২টার দিকে রেলওয়ে স্টেশনের নিকটবর্তী ওই অফিসে আগুনের সূত্রপাত হয়। পরে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জর গিফারি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার রাত ২টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

কিশোরগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, ‘রাতে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। তবে ভবনের বিভিন্ন কক্ষের ভেতরে থাকা নথিপত্র সবই অক্ষত রয়েছে। এছাড়াও নির্বাহী প্রকৌশলীর কক্ষেরও সবকিছুই অক্ষত আছে। আগুনে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।’

সারাবাংলা/এমও

এলজিইডি কিশোরগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর