Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত যুবদল নেতার পাশে আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ২০:১৭

ঢাকা: দুর্বৃত্তদের নৃশংসতায় দুই হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া গুরুতর আহত যুবদল নেতা লিটন মন্ডলকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতাকে দেখতে যান বিএনপির এই নীতিনির্ধারক।

গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময় দুর্বৃত্তরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং দু’টি পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে দেয়। লিটন ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।

আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার সঙ্গে কথা বলেন। লিটনকে তিনি বলেন, ‘তুমি একা নও। তোমার সঙ্গে বিএনপি, এদেশের মানুষ ও গণতন্ত্রে বিশ্ববাসীরা রয়েছে। সকলের দোয়া আছে। তুমি মনোবল শক্ত রাখবে।’

লিটনের স্ত্রী ও তার দুই সন্তানের সঙ্গে কথা বলে তাদেরও সান্তনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের অবস্থা কেমন এই লিটন মন্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাপাত করছি।’

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সস্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দুবৃর্ত্তরা লিটন মন্ডলকে কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে এবং দুই পা ভেঙে ফেলেছে। ঘটনার রাতেই ঢাকায় এনে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে তার কেটে ফেলো দুই হাত ও ভেঙে ফেলা দুই পা অস্ত্রোপচার করা হয়। এখন পর্যন্ত ৫টা অস্ত্রোপচার করা হয়েছে। সে এখন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

আমীর খসরু যুবদল নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর