ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১২ আগস্ট ২০২৩ ১৯:৫৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ ০০:২৬
ঢাকা: হঠাৎ ডিমের বাজার অস্থির হয়ে উঠেছে। ১৪৫ টাকা ডজন থেকে বেড়ে হয়েছে ১৬০ টাকা বা বাজার ভেদে কোথাও কোথাও আরও বেশি দাম নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকার ডিমের বাজারে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডিম ক্রয় বিক্রয়ের ক্যাশমেমো বা রসিদ না থাকার অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এসব তথ্য জানিয়েছে। ডিমের দাম বেশ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, শনিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ডিমের মূল্য তদারকির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তিনটি দল ঢাকা মহানগরে বাজার তদারকি করে।
এর মধ্যে রাজধানীর অন্যতম ডিমের বড় আড়ত কাপ্তানবাজারে পাইকারি বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
কাপ্তানবাজারে কিছু পাইকারি আড়তে অভিযানকালে দেখা গেছে, তারা (আড়ত) বিভিন্ন ফার্ম থেকে ডিম ক্রয় করলেও সেগুলোর রসিদে ডিমের দর ও মোট টাকার কথা উল্লেখ নেই। এ ছাড়া ডিম বিক্রির ক্ষেত্রেও পাকা রসিদ না থাকা ও ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে কাপ্তানবাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে মিলন এন্টারপ্রাইজ, জহিরুল ইসলাম ট্রেডার্স ও মুস্তাফিজ ট্রেডার্স।
অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকায় ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখানকার ডিম বিক্রির দুটি খুচরা দোকানকে দুই হাজার টাকা জরিমানা করেছে অধিদফতর।
ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
সারাবাংলা/ইউজে/একে