Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা রাতেই ভোট দিয়ে দেয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১৮:৫১ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ ২০:২৫

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারে না শয়তানরা রাতেই ভোট দেয়, দিনের ভোট রাতে হয়।’

শনিবার (১২ আগস্ট) বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম আমি কখনও মনে করি না, আমি এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ড. কামালের জন্য ঐক্যফ্রন্টে গিয়েছিলাম।’

নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সকালে ব্যালট পেপার যাবে বলেছে নির্বাচন কমিশনার, রাতে ব্যালট পেপার যাবে না। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় হয় তাহলে, সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।‘

এসময় বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীরপ্রতীক), সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকীসহ অন্যরা।

সারাবাংলা/এমও

কাদের সিদ্দিকী ভোট রাতে ভোট শয়তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর