Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১৫:৩৬

নোয়াখালী: জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে এক মাদরাসা শিক্ষার্থী মারা গেছে। মৃতের নাম মো. নিহাজ উদ্দিন (১৪)।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নিহাজ উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির মো. দিদার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মৃত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে মাদরাসা ছুটি হওয়ার পর মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মরদেহ মৃতের স্বজনেরা বাড়ি নিয়ে যায়।

সারাবাংলা/বিএস/এনএস

নোয়াখালী হাতিয়া উপজেলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর