Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নরসিংদীর ৮ যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১৫:২০ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ ১৫:২৪

নরসিংদী: দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নরসিংদীর ৮ যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। তারা নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা।

নিখোঁজ ৮ যুবক হলেন বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০) একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৯), কামাল হেসেন (৩৪), ভাটেরচর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুনুর রশিদের ছেলে মনির হোসেন (২২) একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)। এরা ১০ থেকে ১২ লাখ টাকা চুক্তিতে দুলাল কান্দি গ্রামের লাল মিয়া ছেলে জাকির হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুর (জাকিরের ফুফু) মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশে দেশ ছাড়েন।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ আগস্ট) সকালে স্বজনদের কাছে খবর আসে ট্রলার ডুবিতে তারা নিখোঁজ হয়েছেন।

স্বজনরা জানায়, ৫-৬ মাস আগে ১০/১২ লাখ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশে ওই যুবকদের প্রথমে লিবিয়া নেওয়া হয়। বেশ কিছুদিন গেমঘরে রেখে গত বুধবার রাত ৮ ঘটিকায় ট্রলারে তুলে ইতালির পথে যাত্রা করে। যাত্রার ৪০ মিনিটের মাথায় ট্রলারটি ডুবে যায়। দালাল জাকির হোসেনের তত্ত্বাবধানে ২০ জন থেকে ১২ জন ফিরে এলেও আটজন নিখোঁজ রয়েছেন।

বেলাব থানার অফিসার ইনচার্জ মো. তানভীর আহমেদ বলেন, ‘বিষয়টি শুনেছি। এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।’

এর আগে, ২২ জুন পার্শবর্তী রায়পুরা উপজেলার ১০ যুবক নিখোঁজ হওয়ার দেড় মাসের মধ্যেই আবারও ঘটল এমন হৃদয় বিদায়ক ঘটনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ট্রলারডুবি ভূমধ্যসাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর