ভবন রং করার সময় দড়ি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু
১২ আগস্ট ২০২৩ ১৪:৪৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ ১৭:৪৩
মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের (এপিআই) বা ওষুধ শিল্প পার্কের একটি ভবনের বাইরের অংশ রং করার সময় দড়ি ছিঁড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন— মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহিদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বাউশিয়া এলাকায় এপিআই ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে প্লটের ভেতর পাঁচতলা ভবনের ৪র্থ তলায় রঙয়ের কাজ করছিলেন তিনজন শ্রমিক। এদের মধ্যে দুইজন দড়িতে ঝুলে কাজ করছিলেন। অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। এ সময় দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় দুই শ্রমিক। পরে তাদের দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনএস