Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আটক ১০ জন নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১৪:৩৭ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ ১৬:৪৩

ঢাকা: মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্গম পাহাড়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ১০ জন নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য বলে পুলিশ জানিয়েছে। তবে এই অভিযানে জঙ্গি সংগঠনকে অংকুরেই নস্যাৎ করা হয়েছে বলে জানান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান।

প্রায় ৪ ঘণ্টার অপারেশন হিলসাইড শেষে ওই আস্তানা থেকে ১৩ জনকে বের করে আনে পুলিশ। এর মধ্যে তিনজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

সিটিটিসিপ্রধান আসাদুজ্জামান জানান, তাদের কাছে তথ্য ছিল ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের। কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা গড়ে তোলে। এই সংগঠনের প্রধানের নামও নিশ্চিত হওয়া গেছে। মাত্র ৭ দিন থেকে তারা দাওয়াতি কার্যক্রম শুরু করে।

আটকেরা হলেন সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও হাবিবা বিনতে শফিকুল (২০)।‌

আটকদের কাছ থেকে ৩ লাখ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার, ৫০টি ডেটোনেটর, তিন কেজি বিস্ফোরক, প্রশিক্ষণসামগ্রী ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/একে

জঙ্গি সংগঠন টপ নিউজ মৌলভীবাজার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর