কুলাউড়ায় ‘জঙ্গি আস্তানায়’ অপারেশন হিলসাইড, আটক ১৩
১২ আগস্ট ২০২৩ ১৩:১৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ ১৪:১৩
মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে শিশুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে পুলিশের বিশেষায়িত এই ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।
আটককৃতরা হলেন সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও হাবিবা বিনতে শফিকুল (২০)।
‘অপারেশন হিলসাইড’ নামের চার ঘণ্টার অভিযানে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন সংগঠনের প্রধানসহ ১৩ জনকে আটক করা হয়।
এর আগে, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ওই বাড়িতে রাতভর অভিযান শেষে শনিবার বেলা পৌনে ১১টার দিকে অভিযান শেষ করে পুলিশ।
আটকদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশু রয়েছে।
অভিযান শেষে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে। মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ‘অপারেশন হিলসাইড’ চালানো হয়।’
সিটিটিসি প্রধান আরও বলেন, ‘আমরা তাদের আটক করেছি। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর জব্দ করা হয়েছে।’
তিনি জানান, এটি নতুন একটি সংগঠন, নাম হচ্ছে ‘ইমাম মাহমুদের কাফেলা’। বাংলাদেশে যে সব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও জানা গেছে।
সারাবাংলা/একে