Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়লার স্তুপ থেকে ২ নবজাতকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১০:৪১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আনন্দবাজার এলাকায় ময়লার স্তুপ থেকে একদিন বয়সের দু’টি ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আনন্দবাজারের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসিক ভবনের গেটের কাছের রাস্তা থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এসআই হারুন অর রশিদ সরদার জানান, গতকাল শুক্রবার রাতে জাতীয় সেবা ৯৯৯’এ ফোন করে এক নারী খবর দেয়। সেই খবর পেয়ে আনন্দবাজার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসিক ভবন গেটের পাশের রাস্তা থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নবজাতক দু’টির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, রাস্তায় ময়লার স্তুপের মধ্যে নবজাতকের মৃতদেহ দুটি পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। তবে দেখে জমজ বাচ্চা মনে হয়েছে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়ে। তবে সেখানে কোনো জমজ সন্তানের মৃত্যু হয়নি। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে কেউ মৃত অবস্থায় নবজাতকের মৃতদেহ দুটি ফেলে গেছেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ নবজাতকের মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর