Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৩ ২১:২২ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ ২১:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল সই করা এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী একমাসের মধ্যে পদপ্রাপ্তদের কমিটি পূর্ণাঙ্গ করে দফতরে জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য তিন সদস্য হলেন, সিনিয়র সহ-সভাপতি অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুন উর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. সাজ্জাদ হোসেন হৃদয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত এই কমিটির মেয়াদ ৬ বছর পার হয়। পরে গত বছরের ১১ নভেম্বর কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর ৯ মাস পর নতুন কমিটি গঠন করল কেন্দ্রীয় ছাত্রদল।

সারাবাংলা/আইসি/একে

চট্টগ্রাম ছাত্রদল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর