Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে বাস-ইজিবাইকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৩ ১৮:২৭

দিনাজপুর: দিনাজপুর শহরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এ সময় ইজিবাইকের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল চারটায় দিনাজপুর শহরের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত স্বামী স্ত্রী হলেন পার্বতীপুর উপজেলা চণ্ডিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও মালতি হাসদা (৫০)।

আহতরা হলেন ইজি বাইক চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) ও নিহত স্বামী স্ত্রীর নাতি উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার বিপ্লব হাসদা (১৮)।

জানা যায়, নাতি বিপ্লব হালদার বাড়িতে থেকে পাবতীপুরের বাস ধরার জন্য মহারাজা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজি বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ ৪ জন আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্বামী-স্ত্রীকে ঘোষণা করেন গুরুতর আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও ঘাতক বাস জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সারাবাংলা/একে

মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর