Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোতালিব প্লাজা থেকে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৩ ১৪:০৮

ঢাকা: রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজার একটি বাথরুম থেকে দুলাল মিয়া (৫২) নামে এক দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১আগস্ট) সকাল ১০টার দিকে প্লাজার চতুর্থ তলার একটি বাথরুম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃত দুলাল মিয়া মুন্সিগঞ্জ সদর উপজেলার কাজি কসবা গ্রামের বাসিন্দা। মোতালিব প্লাজার চতুর্থ তলায় মোবাইল পার্টসের দোকানে কাজ করতেন তিনি।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, সকালে খবর পেয়ে মোতালেব প্লাজার চতুর্থ তলার একটি বাথরুম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ওই ব্যক্তি গতকাল দুপুরে বাথরুমে গিয়েছিল। এরপর আর বের হয়নি। শুক্রবার সকালে প্লাজার নারী পরিচ্ছন্নকর্মী বাথরুম পরিস্কার করতে গিয়ে দেখে ভেতর থেকে বাথরুমের ছিটকানি লাগানো। পরে আশপাশের লোকজন ডেকে সিটকানি ভেঙে দেখে দুলাল মিয়া ভেতরে মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে তিনি অসুস্থতায় মারা গেছেন। তবু ময়নতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দোকানের মালিক ও মৃত ব্যক্তির ফুফাতো ভাই মশিউর রহমান ইমরান জানান, দুলাল তার দোকানে কর্মচারী ছিলেন। মুন্সিগঞ্জ থেকে যাতায়াত করতেন। সকালে মার্কেটের বাথরুমের ছিটকানি ভেঙে তার মৃতদেহ পাওয়া যায়।

সারাবাংলা/এসএসআর/এমও

দোকান কর্মচারী মোতালেব প্লাজা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর