কুষ্টিয়া জেলা কারাগারের ২ কয়েদির মৃত্যু
১১ আগস্ট ২০২৩ ১৩:১২ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ ১৪:৪৭
কুষ্টিয়া: পাঁচ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেলা কারাগারে আজমল হোসেন (৬০) ও আবুল কালাম (৪০) নামে দুই কয়েদির মৃত্যু হয়েছে।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস্ট্রিক ও হার্ট অ্যাটাকের কারণে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুইজনকে ভর্তি করা হয়। কয়েদি আজমল বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে আর আবুল কালাম শুক্রবার (১১ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুজনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক।
তিনি আরও জানান, কয়েদি আজমল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিলের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২২ সাল থেকে কারাগারে ছিলেন। গতকাল বুকে ব্যাথা অনুভব করায় রাত ১২টা ১০ মিনিটে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপর কয়েদি আবুল কালাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় তিন মাসের দণ্ডপ্রাপ্ত আসামি। গত ২৮ জুলাই থেকে তিনি কারাগারে ছিলেন। শুক্রবার (১১ আগস্ট) ভোরে গ্যাসট্রিক অ্যাটাক করলে তাকে ভোর ৫টায় হাসপাতালে নেওয়া হয়। সকাল ৬টা ৪৫ মিনিটে মারা যান তিনি।
জেল সুপার বলেন, পোস্টমর্টেম শেষে মরদেহ দুটি হাসপাতাল থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/এনইউ