পরিত্যক্ত হ্যাচারি থেকে জেলের মরদেহ উদ্ধার
১১ আগস্ট ২০২৩ ১০:৪৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ ১০:৫০
কক্সবাজার: কক্সবাজার পৌরসভার মধ্যম কলাতলীর একটি পরিত্যক্ত হ্যাচারি থেকে বশির আহমদ (৪২) নামে একজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মধ্যরাতের দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বশির আহমেদ মধ্যম কলাতলীর মেম্বারের ঘাটা নামক এলাকার আবু তাহেরের ছেলে। পেশায় তিনি জেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমূল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বশির আহমদের স্ত্রী রাশেদা বেগম বলেন- রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে খাবার খেয়ে বের হন। তারপর এলাকাবাসীর মাধ্যমে তারা বশিরের মরদেহ পড়ে থাকার খবর পান। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয় তারা কিছুই বলতে পারছেন না।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমূল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতাহাল রিপোর্ট তৈরি করেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
সারাবাংলা/এনইউ