ডেঙ্গু কাড়ল আরেক চিকিৎসকের প্রাণ
১১ আগস্ট ২০২৩ ০৯:৫৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ ১৩:২৮
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক চিকিৎসক মারা গেছেন।
শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল এ কে এম নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছে। বর্তমানে ইন্টার্ন করছিল। ওই চিকিৎসকের গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার থানার জয় পাড়া গ্রামে। বাবার নাম আজিজ ভূঁইয়া।
এর আগে, এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক তরুণী চিকিৎসকের মৃত্যু হয়। সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকাকালে মারা যান তিনি।
সারাবাংলা/এসএসআর/এনইউ