Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু রুটে বাড়ছে ইউএস-বাংলার ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৩ ২২:৫২

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই চীনের কোনো প্রদেশে পরিচালনা করা প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স। ২০১৮ সালের ২৬ এপ্রিল থেকে গুয়াংজু রুটে প্রতিনিয়ত ফ্লাইট পরিচালনা করে আসছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবের সময়েও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখে।

কোভিড পরবর্তী সময়ে যাত্রীদের চাহিদা ও কোভিডের নানাবিধ বিধিনিষেধ উঠে যাওয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিকল্পনামাফিক ঢাকা-গুয়াংজু রুটে আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বর্তমানে সপ্তাহে তিন দিন ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাব্যবস্থাপক জনসংযোগ মো. কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংজুতে পৌঁছাবে। এ ছাড়া গুয়াংজু থেকে সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও রবিবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে এবং সকাল ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকা-গুয়াংজু রুটের ন্যূনতম ওয়ানওয়ের ভাড়া ৩০ হাজার ৬৬৯ টাকা ও রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৫৪০ টাকা।

কামরুল ইসলাম আরও জানান, ব্যাংকক, গুয়াংজু ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/পিটিএম

ইউএস-বাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর