Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্যপ্রযুক্তির উন্নয়নে সহায়তা অব্যাহত থাকবে: পিটার হাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৩ ২২:০৪

ঢাকা: বাংলাদেশের তথ্য প্রযুক্তিখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন বলে জানানো হয়েছে আইসিটি বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ‘বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।’

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা উদ্ভাবন ক্ষেত্রে দেশে বিদেশে অবদান রাখছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে মার্কিন সরকারের সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান।

বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা হয়। আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিগত ১৪ বছরে গৃহীত বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী যু্ক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকার উচ্চগতির ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম বাংলাদেশ চালু, বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইন ও ডাটা প্রটেকশন অ্যাক্ট প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেলে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে আরো এগিয়ে যাবে। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রযুক্তিজ্ঞানসমৃদ্ধ জনগোষ্ঠী তৈরি ও বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতের উন্নয়ন ও বিকাশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কলাবোরেশনে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

টপ নিউজ পলক পিটার হাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর