Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপশক্তি ক্ষমতায় এলে উন্নয়নের ধারা থমকে যাবে: গোলাম দস্তগীর গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৩ ২১:০৪ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ ২৩:০৩

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে; বিএনপি-জামায়াতের মতো অপশক্তি ক্ষমতায় এলে উন্নয়নের ধারা থমকে যাবে এমন আশঙ্কার কথা জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আমরা যেদিকে তাকাই সেই দিকেই উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। এ ছাড়া আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াতের দিকে ঈঙ্গিত করে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, ‘তারা উন্নয়নের কথা বলতে পারে না। তারা খালি আন্দোলনের কথা বলে। আন্দোলন করে সাধারণ মানুষের ভোট পাওয়া যায় না। সাধারণ মানুষের ভোট পেতে হলে উন্নয়ন দেখাতে হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বৃহস্প‌তিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি মন্ত্রী এ সব কথা বলেন। উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী, জিন্দা, আমদিয়া, বাগলা, দুয়ারা, পুটিনা, খৈইসার, খাসদাউদপুর, দেবই ও শিমু‌লিয়া এলাকায় আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দেখানো স্বপ্নের পথে যোগ্য নেতৃত্ব দান করে বাংলাদেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। বর্তমানে পৃথিবীতে জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব বিরল। দেশকে আরও সামনে নিয়ে যেতে হলে শেখ হাসিনার নেতৃত্ব আমাদের অত্যন্ত দরকার। একটি দেশে শুধু সরকারের ধারাবাহিকতা থাকলেই উন্নয়ন হয় না, পাশাপাশি যোগ্যতাসম্পন্ন নেতারও প্রয়োজন রয়েছে। সে কারণে বাংলাদেশের সামনে যে সুন্দর ভবিষ্যত রয়েছে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।’

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নমূলক কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকার ফলে পিছিয়ে পড়া এই রূপগঞ্জ উপজেলা আজ উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকারের আমলে রূপগঞ্জের দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। এভাবে জনগণের মাঝে থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই। সাম‌নে নির্বাচন তাই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মারফত আলীর সভাপতিত্বে এবং দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপ‌তি ‌সৈয়দ র‌ফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, বাংলাদেশ যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহীন মালুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য শীলা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি ইমন হাসান খোকন, দাউদপুর ইউনিয়ন ম‌হিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা, দাউদপুর ইউনিয়ন প‌রিষদের সদস্য জা‌কির হোসেন, আওয়ামী লীগ নেতা খায়রুল আলম নয়ন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সি‌নিয়র সহ-সভাপ‌তি মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সা‌বেক সভাপতি মামুন আকন্দ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, দাউদপুর ইউনিয়ন যুবলী‌গের সাধারণ সম্পাদক আমিন রানাসহ অনেকে।

এ সব অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী টপ নিউজ প্রধানমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর