Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানালেন সুফিউল আনাম

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৩ ১৯:১০ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ ১৯:৫৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা লে. কর্নেল (অব.) সুফিউল আনাম।

বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সপরিবার সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম।

এ সময় সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন।

আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই তাকে উদ্ধার করে।

সুফিউল আনাম গতকাল বুধবার (৯ আগস্ট ২০২৩) বিকেলে দেশে ফিরেছেন।

সারাবাংলা/এনআর/একে

অপহরণ আল কায়েদা টপ নিউজ সুফিউল আনাম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর