Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৩ ১৩:২৮ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ ১৬:১১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, দেশের অগ্রগতিই প্রমাণ করছে আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দি‌য়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্প‌তিবার (১০ আগস্ট) সকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

উপজেলার শিমু‌লিয়া এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় ক‌মি‌টির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহীন মালুমের সভাপ‌তি‌ত্বে এবং দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠ‌নিক সম্পাদক মোহাম্মদ আজিজুল মালুমের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে দাউদপুর ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি ‌সৈয়দ র‌ফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিল্লাল হো‌সেন আকন্দ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সা‌বেক সভাপতি মামুন আকন্দ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সা‌বেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর