নির্বাচনি প্রচারণার সময় প্রেসিডেন্ট প্রার্থী নিহত
১০ আগস্ট ২০২৩ ১১:১০ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ ১২:৫৭
ঢাকা: ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফার্নান্দো ভিলাভিসেনসিও (৫৯) নামের এক প্রার্থী নির্বাচনি প্রচারণার সময় গুলিতে নিহত হয়েছেন। তিনি দেশটির জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
বুধবার (৯ আগস্ট) স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় কুইটো শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ফার্নান্দো যখন নির্বাচনি প্রচারণা শেষ করে গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় গুলি করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফার্নান্দোকে তিনটি গুলি করা হয়েছে।
প্রেসিডেন্ট গুইলারমো লাসো এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এ অপরাধের বিচার হবে।
ইকুয়েডরের অ্যাটর্নি জেনারেল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারিও প্রথমতে আহত ও পরে নিহত হয়েছেন।
আগামী ২০ আগস্ট ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে।
বর্তমান প্রেসিডেন্ট লাসো এই ভোটে অংশ নিচ্ছেন না। তিনি বলেন, এই ঘটনায় তিনি ‘ক্ষুদ্ধ ও বিষ্মিত’ হয়েছেন।
তিনি আরও বলেন, সংঘবদ্ধ অপরাধ অনেকদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। কিন্তু তাদের আইনের মুখোমুখি হতে হবে।
সারাবাংলা/ইআ