স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
৯ আগস্ট ২০২৩ ১৯:১৬ | আপডেট: ৯ আগস্ট ২০২৩ ২০:১৪
ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’ থেকে তিনি রওয়ানা হন। এরপর সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
রাস্তায় খালেদা জিয়ার গাড়ি বহরের আশপাশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল দিচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে পুরো রাস্তায় দলীয় প্রধানের সঙ্গেই ছিল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
খালেদা জিয়ার গাড়ি ট্রাফিক সিগনালে আটকা পড়লে বাড়ি বহরকে কর্ডন করে বিএনপির নেতা-কর্মীরা মিছিল দিচ্ছিল, ‘আমার মাকে ছেড়ে দে, জেলে নিলে আমায় নে, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি’- এসব স্লোগান দিচ্ছিলেন।
২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন খালেদা জিয়া। ওই বছরের অক্টোবরে হাই কোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদার দণ্ড স্থগিত করেন ছয় মাসের জন্য।
ওই বছরের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন। এরপর থেকে কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
সারাবাংলা/এজেড/এনএস