Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর আদর্শ বাংলাদেশ-ভারতের বন্ধন দৃঢ় করবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৩ ১৮:৫৩

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা বলেছেন, ‘বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও আদর্শ ভারত-বাংলাদেশ এবং জনগণের মধ্যে মৈত্রীর দৃঢ় বন্ধনকে নির্দেশনা দেবে ও অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধুর ঐতিহ্যকে সম্মান জানাতে, দুই দেশ একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের যৌথ আত্মত্যাগের কথাও স্মরণ করে, যা তাদের বিশেষ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।’

বুধবার (৯ আগস্ট) ৪৮তম মৃত্যুবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরকালে তিনি এসব কথা বলেন। একটি স্বাধীন, আধুনিক জাতি হিসেবে বাংলাদেশের ইতিহাস গঠন ও অগ্রগতিতে চিরস্থায়ী পরম্পরা ও ঐতিহাসিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাই কমিশনার।

বিজ্ঞাপন

এই সফরে হাই কমিশনার ওড়াকান্দিও পরিদর্শন করে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রীধাম ওড়াকান্দিতে পবিত্র মন্দিরে প্রার্থনা করেন। ভারত-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সারাবাংলা/জেআর/এনএস

প্রনয় ভার্মা ভারতীয় হাইকমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর