জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য ১২ সেপ্টেম্বর
৯ আগস্ট ২০২৩ ১৩:৫১ | আপডেট: ৯ আগস্ট ২০২৩ ১৪:২২
ঢাকা: দুদকের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১২ সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য বিচারক আগামী ১২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
এদিন জিকে শামীম আদালতে উপস্থিত ছিলেন। তবে তার মা পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসাইন এতথ্য জানান।
জানা যায়, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০২১ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছর ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
সারাবাংলা/এআই/