ব্রিজ থেকে নদীতে ঝাঁপ, ২০ ঘণ্টা পর মিলল কলেজছাত্রের লাশ
৯ আগস্ট ২০২৩ ১৩:১৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৩ ১৪:৫৬
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্র শিহাব সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ২০ ঘণ্টা পর বুধবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জে পানিতলার গাংনই নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল লাশটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিহাব সরকার, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের সিহিপুর গ্রামের বাসিন্দা খাজা মিয়ার ছেলে। তিনি শহরগছি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরে শিহাব আরও চার বন্ধুসহ পানিতলার গাংনই নদীতে গোসল করতে যায়। সেখানে পানিতলা ব্রিজের ওপর থেকে খালের পানিতে চার বন্ধুসহ লাফ দিলে অন্য চার বন্ধু উঠতে পারলেও নিখোঁজ হন শিহাব।
গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটরস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়। রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরিদল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে ২০ ঘণ্টা পর শিহাবের লাশ উদ্ধার করে।
সারাবাংলা/এনইউ