Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালদায় তলিয়ে যাওয়া খামারির লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৩ ১২:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানে হালদা নদীর শাখা খালে পড়ে দুইদিন আগে নিঁখোজ হওয়া যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

বুধবার (৯ আগস্ট) ভোরে হালদা নদীর ছায়ারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শাহেদ হোসেন বাবু (৪০) রাউজানের উরকিরচর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষি ও মৎস্য খামারি।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘ভোরে স্থানীয়রা লাশটি উদ্ধার করেছে। পরে পুলিশ গিয়ে সুরতাহাল করে লাশ পরিবারকে বুঝিয়ে দিয়েছে। ৩২ ঘণ্টার মতো মরদেহটি পানিতে ছিলো। তাই শরীরে একটু পচন ধরেছে।’

‘ঘটনার পরপরই সদরঘাট নৌ থানা থেকে একটি টিম হালদা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে স্পিডবোটে করে নদী ও শাখা খালে ওই যুবকের সন্ধানে তল্লাশি চালিয়েছিলো। তবে নদীতে পানি অস্বাভাবিক বেশি থাকায় উদ্ধার কাজ চালাতে একটু বেগ পেতে হয়েছিলো।’

এর আগে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় অতি ভারি বর্ষণে উরকিরচর গ্রামের শাহেদের গরুর খামার ডুবে যায়। খামারে থাকা কয়েকটি গরু পার্শ্ববর্তী খালে ভেসে যায়। গরুগুলো উদ্ধার করে শাহেদ আরও তিনজন সঙ্গীসহ সন্ধ্যায় নৌকায় করে ফেরার জন্য হালদার শাখা খালপাড়ে যান।

নৌকায় ওঠার সময় তিনি পা পিছলে পড়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যান। এ সময় নৌকা উল্টে আরও তিন জন পানিতে পড়ে গেলেও তারা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাহেদ তীব্র স্রোতের টানে ভেসে যান।

সারাবাংলা/আইসি/এনইউ

খামারি টপ নিউজ নদী লাশ হালদা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর