Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে: আইআরআইয়ের জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট ২০২৩ ০৯:৪০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ ১৭:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: উইকিপিডিয়া)

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে দেশের ৭০ শতাংশ মানুষ সন্তুষ্ট। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা আইআরআই-এর একটি জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ উত্তরদাতা শেখ হাসিনার কাজে সমর্থন জানিয়েছেন।

আইআরআই জরিপ অনুযায়ী, ২০১৮ সালের তুলনায় শেখ হাসিনার জনপ্রিয়তা ৪ শতাংশ বেড়েছে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সাফল্য শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তৃতকরণ প্রধানমন্ত্রীকে আরও জনপ্রিয় করে তুলেছে।

বিজ্ঞাপন

বিভিন্ন খাতে শেখ হাসিনার সরকারের সাফল্যের উচ্চপ্রশংসা করেছেন জরিপে অংশ নেওয়া উত্তরদাতারা। সড়ক, মহাসড়ক এবং সেতু নির্মাণে সরকারের সাফল্যের কথা বলেছেন ৮৭ শতাংশ মানুষ।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এ জরিপ চালায়। মঙ্গলবার (৮ আগস্ট) আইআরআইর ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, মার্চ-এপ্রিল ২০২৩’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ মনে করেন দেশ সঠিক পথে নেই। এজন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে দায়ী করছেন অর্ধেক উত্তরদাতা। অপরদিকে ৪৪ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক পথে এগোচ্ছে।

জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জনসমর্থন ধরে রেখেছে। তবে বিরোধীদলের জনপ্রিয়তাও বেড়েছে।

জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারেন। জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। তবে বেশিরভাগই মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচনে বিরোধীদের অংশ নেওয়া উচিত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে এ জরিপ চালায় আইআরআই। দেশের ৬৪ জেলার পাঁচ হাজার ভোটারের সঙ্গে কথা বলে আইআরআই।

উত্তরদাতাদের মধ্যে ২ হাজার ৩৪৮ জন ছিলেন ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে। ৩৬ থেকে ৫৫ বছরের মধ্যে ছিলেন ১ হাজার ৭৩৩ জন। ৫৬ বছরের ওপরে ছিলেন ৯১৯ জন।

উত্তরদাতাদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৩৩ জন এবং নারী ২ হাজার ৩৬৭ জন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহরের ১ হাজার ৫৫০ জন এবং গ্রামের ৩ হাজার ৪৫০ জন।

সারাবাংলা/আইই

শেখ হাসিনা

বিজ্ঞাপন

লিটনের দুই অনুপ্রেরণা কারা?
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩

আরো

সম্পর্কিত খবর