দেশে এখন ২০০ সবুজ কারখানা
৯ আগস্ট ২০২৩ ০০:০৮
ঢাকা: পোশাক খাতে বিশ্বের ২০০ টি সবুজ কারখানা এখন বাংলাদেশে। সর্বশেষ আরও ২টি কারখানা এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আরও একটি নতুন মাইলফলক অর্জন করেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ তথ্য জানিয়েছেন।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির তথ্য মতে, সর্বশেষ গাজীপুরের লিডা টেক্সটাইল এন্ড ডায়িং লিমিটেড ও লিজ ফ্যাশন লিমিটেড নতুন করে সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এ ছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।
উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
দেশের ২০০টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৭৩ টি প্ল্যাটিনাম, ১১৩ টি গোল্ড, ১০ টি সিলভার ও ৪ টি সার্টিফাইড ক্যাটাগরির।
সারাবাংলা/ইএইচটি/একে