Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ২৩:৪৭

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক কৃষক মারা গেছেন। সোমবার (৭ আগস্ট) তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কৃষকের নাম আইয়ুব আলী (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফএমএ শামীম আহমেদ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রামেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ওই কৃষক চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।’

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। এর আগে, গত ৮ জুলাইয় রামেকে প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

সারাবাংলা/এমই/পিটিএম

ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর