ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্র নিখোঁজ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৯:২৫
৮ আগস্ট ২০২৩ ১৯:২৫
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে শিহাব সরকার নামে এ কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নিখোঁজ হন তিনি। নিখোঁজের সন্ধানে ডুবুরি দল কাজ করছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
শিহাব সরকার, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের সিহিপুর গ্রামের বাসিন্দা খাজা মিয়ার ছেলে। তিনি শহরগছি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের গাংনই নদীতে গোসল করতে যান শিহাব। সেখানে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোজঁ ছাত্রের সন্ধানে উদ্ধার কাজ করছে।
সারাবাংলা/এনইউ