Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেহারা শনাক্তের প্রযুক্তি ব্যবহারে আইন করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
৮ আগস্ট ২০২৩ ১৭:২০ | আপডেট: ৮ আগস্ট ২০২৩ ১৮:১২

ছবি: আলজাজিরা

মানুষের চেহারা শনাক্ত করার প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য একটি আইনের খসড়া তৈরি করেছে চীন। প্রযুক্তিটির অধিক ব্যবহার সম্পর্কে জনসাধারণের উদ্বেগের প্রকাশের পর এই আইন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা। খবর আলজাজিরা।

মঙ্গলবার (৮ আগস্ট) চায়না সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, চেহারা শনাক্ত করার প্রযুক্তি শুধু মুখের তথ্য যাচাই করা যেতে পারে। আর এটা তখনই ব্যবহার করা যাবে, যখন নির্দিষ্ট উদ্দেশ্য এবং খুবই প্রয়োজনীয়তা রয়েছে। একইসঙ্গে তা করতে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকতে হবে।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে আরও বলা হয়, এই প্রযুক্তি ব্যবহারে ব্যক্তিরও সম্মতি নিতে হবে। পাশাপাশি নন-বায়োমেট্রিক শনাক্ত করার পদ্ধতিগুলো রাখা উচিত, এ পদ্ধতিগুলোও সমানভাবে কার্যকর।

২০২০ সাল থেকে বায়োমেট্রিক প্রযুত্তি বিশেষ করে চেহারা শনাক্ত করার প্রযুক্তির ব্যবহার ব্যাপক বেড়েছে চীনে। পরিস্থিতি এমন যে পাবলিক টয়লেট ব্যবহারেও এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। যা নিয়ে জনসাধারণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট’র প্রতিবেদেন বলা হয়, চীনের অনেক আদালত ও স্থানীয় সরকার চেহারার শনাক্ত করার প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের জন্য কোম্পানিগুলো বিরুদ্ধে রায় দিয়েছেন এবং জরিমানা করেছেন।

সিএসি’র খসড়া আইনে বলা হয়েছে, হোটেল রুম, পাবলিক টয়লেট, চেঞ্জিং রুম, টয়লেট এবং ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করতে পারে এমন জায়গায় ছবি-তোলা ও চেহারা শনাক্ত করার মতো ডিভাইসগুলো ব্যবহার করা উচিত নয়।

বিজ্ঞাপন

শুধুমাত্র জনসাধারণের নিরাপত্তার উদ্দেশ্যে ছবি-সংগ্রহের ডিভাইসগুলো ব্যবহার করা উচিত। এক্ষেত্রে ডিভাইসগুলোর পাশে বিশিষ্ট সতর্কতা চিহ্ন থাকতে হবে বলে ওই বিবৃতিতে বলা হয়।

তথ্য সুরক্ষাকে নিয়ন্ত্রণকে কঠোর করার জন্য খসড়া নিয়মগুলো জারি করেছে বেইজিং। এর আগে, ২০২১ সালে গোপনীয়তা রক্ষায় প্রথম ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন’ প্রবর্তন করে চীন। বেসরকারি কোম্পানিগুলোর অত্যধিক ব্যক্তিগত তথ্য ব্যবহারের লাগাম টেনে ধরার জন্য এই আইন করা হয়েছিল।

সারাবাংলা/এনএস

চীন চেহারা শনাক্তের প্রযুক্তি

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর