Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৫:৪০

ঢাকা: দু’দিন ধরে রাজধানীর রাজপথে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন। এ প্রেক্ষিতে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, ‘পরীক্ষা পেছানোর দাবি ওঠানো শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।’

শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি, নম্বর সাজানো হয়েছে বলেও দাবি করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে আগের সময়সূচি অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিলে ফিরিয়ে নিয়ে আসতে চাই। সেজন্য পরীক্ষাগুলো আস্তে আস্তে এগিয়ে আনা হচ্ছে। এ কারণে এবার একটু সময় কম পেয়েছে শিক্ষার্থীরা। এই বিষয়টি আগেই নোটিশ করা হয়েছিল।’

বিজ্ঞাপন

তপন কুমার বলেন, ‘এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগে দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা আগের নির্ধারিত সময়েই হবে।’

আন্দোলনরত শিক্ষার্থীদের চারটি দাবির মধ্যে রয়েছে- ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দিতে হবে।

এসব দাবির বিষয়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, ‘এসব দাবি মানার মতো সময় ও সুযোগ এখন হাতে নেই।’

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাস-পরীক্ষা হতে পারলে এইচএসসি পরীক্ষা নিতে সমস্যা কোথায়?’

উল্লেখ যে, গত দু’দিন ধরে চলমান আন্দোলন থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

এইচএসসি পরীক্ষা টপ নিউজ ঢাকা শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর