ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
৮ আগস্ট ২০২৩ ১৫:১০ | আপডেট: ৮ আগস্ট ২০২৩ ১৭:৪৯
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. আলমিনা দেওয়ান মিশু (৩৩)।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নারী চিকিৎসকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। গতকাল সোমমবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
নাজমুল হক বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে ওই নারী চিকিৎসক অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার ক্রিটিক্যাল হলে গত ১ আগস্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
ডা. আলমিনা দেওয়ান মিশু ময়মনসিংহ মেডিকেলের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনগ্রামে।
সারাবাংলা/এসএসআর/এনএস
ডা. আলমিনা দেওয়ান মিশু ডেঙ্গু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে