Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা চলবে, তবে কমতে পারে সাজা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৩:৩২ | আপডেট: ৮ আগস্ট ২০২৩ ১৫:১৪

ঢাকা: ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলার বিচার নতুন আইনে করার চিন্তা করছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নতুন অনুমোদন পাওয়া সাইবার সিকিউরিটি আইনে যেহেতু অনেক ধারায় সাজার পরিমান কমেছে এবং পরিবর্তন এসেছে সেহেতু আমরা এ বিষয়ে চিন্তা ভাবনা করবো।’

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘এগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করবো। আইনের অবস্থান হচ্ছে এটা যেসব অপরাধ পুরনো আইনে করা হয়েছে সেই পুরনো আইনের যে শাস্তি, সে শাস্তি যে অপরাধ করেছে তাকে দিতে আদালত পারে। কিন্তু সেখানে আমরা চিন্তা-ভাবনা করবো। আইনে যেহেতু শাস্তির পরিমান অনেকাংশেই কমানো হয়েছে এবং সেই কমানোই সরকারের এবং আইনসভার উদ্দেশ্য। এটি যাতে বাস্তবায়তি হয় সে চেষ্টাই আমরা করবো।’

এর আগে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মিস লুইসকে সাইবার নিরাপত্তা আইন সংক্রান্ত প্রশ্ন করলে তিনি বলেন, ‘যে নতুন আইনটা নতুন করা হয়েছে সেটা এখনও আমি সম্পূর্ণভাবে দেখেননি। সেজন্য আমি কমেন্ট করতে পারছি না। আমি যা শুনেছি সেভাবে আইনটির যে পরিবর্তন এসে থাকে, তাহলে সেটা খুব ভালো।’

উল্লেখ্য, ডিজিটাল সিকিউরিটি আইনটির নাম পরিবতর্ন করে ‘সাইবার সিকিউরিটি আইন-২০২৩’ নামে নতুনভাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।

সারাবাংলা/জেআর/এমও

ডিজিটাল সিকিউরিটি আইন সাজা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর