ভারি বৃষ্টিতে পৌরসভাসহ বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত
৮ আগস্ট ২০২৩ ১১:২৭ | আপডেট: ৮ আগস্ট ২০২৩ ১২:১৭
বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারি বৃষ্টিপাতে বাগেরহাট পৌরসভাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। তবে ভারি বৃষ্টিপাতের পরও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি স্বাভাবিক রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় বাগেরহাট জেলায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এবছর সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে মোংলা আবহওয়া অফিস।
এদিকে সোমবার (৭ আগস্ট) ভোর রাত থেকে টানা ভারি বৃষ্টিপাতে বাগেরহাট পৌরসভার অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। শহরের খারদ্বার, বাসাবাটি, সাধনার মোড়, রাহাতের মোড়, মুনিগঞ্জসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও আশপাশের বাড়িগুলোর বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন।
এছাড়া জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, বাগেরহাট সদর ও মোংলা উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকার বাসিন্দা তাসলিমা বেগম বলেন, ‘আমরা গত ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছি। আমাদের এলাকায় পানি উঠলে আর নামে না। আমরা খুব কষ্টের মধ্যে আছি।’
একই এলাকার মিশু পাইক বলেন, ‘এমন এলাকায় বসবাস করি ভাই। বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঘরের মধ্যে হাঁটুপানি, রান্না-বান্না বন্ধ। পানি নামছে না, আমরা খুব কষ্টের মধ্যে আছি।’
বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, “দুই দিনের ভারি বৃষ্টিপাতে জেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে ৭ হাজার ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পরেছে এবং ১ হাজার ৫০০ চিংড়ি ঘের ভেসে গেছে। জেলার সব উপজেলার নির্বাহী অফিসারদের ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি মুহূর্তের জন্য সাড়ে ৬০০ মেট্রিক টন চাল মজুত রয়েছে।”
সারাবাংলা/এমও