Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নিতেও লাগবে আঙুলের ছাপ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ২১:৫৭

ঢাকা: ব্যাংকের পর এবার ঋণ বিতরণের সময় গ্রাহক ও জামিনদারের স্বাক্ষরের পাশাপাশি বৃদ্ধাঙুলির ছাপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। ফলে এখন থেকে ঋণ নেওয়ার সময় ঋণ গ্রহীতার উভয় হাতের বৃদ্ধাঙুলির ছাপ দিতে হবে।

সোমবার (৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে ঋণ গ্রহীতার পাশাপাশি ঋণের জামিনদাতাদেরও আঙুলের ছাপ দিতে হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলো জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডাটাবেজ থেকে ছাপ যাচাই করে তা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

সার্কুলারে আরও বলা হয়েছে, ঋণ নিয়েছেন, জামিনদার হয়েছেন কিন্তু নিজে কিছুই জানেন না- এমন সব ঘটনা প্রায়ই ঘটছে। এসব ঘটনায় ঋণ আদায় না করতে পেরে বিপাকে পড়ছে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান আবার হয়রানির শিকার হচ্ছেন গ্রাহক। এ সব ঘটনার মামলার কারণে আদালতে বিচার কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।

নিয়ম অনুযায়ী, ঋণ বিতরণের আগে ঋণ সংশ্লিষ্ট চার্জ ডকুমেন্ট করাসহ প্রাথমিক ও সহজামানতের ওপর চার্জ ক্রিয়েশনের বিষয়ে নির্দেশনা রয়েছে। ঋণগ্রহীতা ও ধরনভিত্তিক এবং ঋণের জামানত ভিত্তিক চার্জ ডকুমেন্টের তালিকা থাকে, যেখানে ঋণগ্রহীতা এবং তৃতীয় ব্যক্তি ও পক্ষের স্বাক্ষর নিতে হয়। কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ মোতাবেক, সাম্প্রতিক সময়ে আদালতে বেশ কিছু রিট পিটিশন দায়ের করা হয়েছে। যেখানে ঋণগ্রহীতারা এবং ঋণের জামিনদাতা উভয়ে যথাক্রমে ঋণগ্রহণ এবং জামিনদার হওয়া সংক্রান্ত দলিলে স্বাক্ষর দেননি বলে জানান। এর ফলে ঋণ আদায়ের আইনগত প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞাপন

এমন প্রেক্ষাপটে, ঋণ আদায়ের ক্ষেত্রে আইনগত জটিলতা নিরসনে ঋণ প্রদানের উদ্দেশ্যে গৃহীত ও গৃহীতব্য চার্জ ডকুমেন্টসের বিষয়বস্তু ঋণ গ্রহীতা এবং জামিনদাতাসহ সংশ্লিষ্ট ৩য় ব্যক্তি ও পক্ষকে পড়ে শুনানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ডকুমেন্টগুলো স্বাক্ষরের (প্রযোজ্য ক্ষেত্রে) পাশাপাশি তাদের উভয় হাতের বৃদ্ধাঙুলির ছাপ জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডেটাবেইজ থেকে যাচাই করতে নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সারাবাংলা/জিএস/একে

আঙুলের ছাপ ঋণ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর