Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ার পাহাড় ধসে দেয়ালচাপায় ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ২১:৫৯

কক্সবাজার: জেলার চকরিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে দেয়ালচাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা স্থানীয় আনোয়ার হোসেনের সন্তান বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ছালেকুজ্জামান বলেন, ‘গত এক সপ্তাহ ধরে চকরিয়াসহ কক্সবাজারে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে রোববার রাত থেকে অব্যাহত ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বরইতলী ইউনিয়নসহ চকরিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার বিকেলে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড় ধসে বাড়ির দেয়ালচাপা পড়ে দুই শিশু মারা যায়।’

মৃত শিশু দুটির লাশ নিজ বাড়িতে রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

সারাবাংলা/ওএফএইচ/পিটিএম

টপ নিউজ দেয়ালচাপা শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর