Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেব না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ১৮:২২ | আপডেট: ৭ আগস্ট ২০২৩ ১৮:২৭

গোলাম মোহাম্মদ কাদের, ফাইল ছবি

ঢাকা: আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন ‘বাতিল’ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এসময় তিনি বলেন, আইনটি আরও আগেই বাতিল করা উচিত ছিল।

সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন জাপা চেয়ারম্যান।

জি এম কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ আইন প্রনয়ণের ঘোষণা দিয়েছে সরকার। আশা করি এই আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেব না। গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের দাবিও জানান জাপা চেয়ারম্যান।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

জাপা চেয়ারম্যান জি এম কাদের সাইবার নিরাপত্তা আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর