Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এবার ড্রেনে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ১৬:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া ড্রেনে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নিপা পালিত (১৯) বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবু তালেব সারাবাংলাকে জানান, নিপা বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা চলছিল নাজিরহাট কলেজ কেন্দ্রে। নিপা আজ (সোমবার) ব্যবস্থাপনা চতুর্থ পত্রের পরীক্ষা দিতে যাচ্ছিলেন ওই কেন্দ্রে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, ‘টানা বৃষ্টিতে তাদের (নিপা) ঘর পানিবন্দি হয়ে পড়ে। আশপাশের এলাকাসহ সড়কও পানিতে তলিয়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে নিপা নাজিরহাট কলেজের উদ্দেশে ঘর থেকে বের হয়। রাস্তায় পানির তোড়ে সে পাশের ড্রেনে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) গোফরান উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা- ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিপা মৃগী রোগী ছিলেন। তাদের বাড়ির আশপাশ ও সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি মাড়িয়ে হাঁটতে গিয়ে তিনি তলিয়ে যান। মৃগী রোগী হওয়ায় তিনি আর উঠতে পারেননি বলে পরিবার ও স্থানীয়দের ধারণা। এরপরও যেহেতু ট্রিপল নাইনে কল দিয়ে ঘটনা জানানো হয়েছে, আমরা অপমৃত্যু মামলা নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

কলেজ ছাত্রীর চট্টগ্রাম টপ নিউজ ড্রেনে পড়ে মত্যু

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর