Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে যা বলল র‍্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ১৫:১৬ | আপডেট: ৭ আগস্ট ২০২৩ ১৭:০০

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে কথা বলেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র‌্যাব তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ মামলায় র‌্যাব কর্তৃক আটককৃত ও সন্দিগ্ধ আসামিসহ মোট ২৫ জনের Buccal Swab, আলামতগুলো ডিএনএ টেস্টের জন্য যুক্তরাষ্ট্রের IFS (Independent Forensic Service) পরীক্ষাগারে পাঠানো করা হয়। র‌্যাবে কর্মরত অভিজ্ঞ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম মামলাটি তদন্ত করছেন। যুক্তরাষ্ট্রের IFS (Independent Forensic Service) ল্যাবে প্রেরিত DNA প্রতিবেদন সংক্রান্তে তদন্ত চলমান।

তিনি আরও বলেন, ডিএনএ প্রতিবেদনে প্রাপ্ত অজ্ঞাত দুইজন আসামিকে সনাক্ত করণের জন্য অধিকতর তদন্ত ও ঘটনা উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে। কোনো নির্দোষ ব্যক্তি যাতে সাজা না পায় এবং প্রকৃত দোষীদের শনাক্ত পূর্বক আইনের আওতায় নিয়ে আসতে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী র‌্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। বাদী পক্ষ বিজ্ঞ আদালতে অনুমোদন সাপেক্ষে প্রয়োজনে অন্যান্য সংস্থার মাধ্যমে তদন্তের ব্যবস্থা করতে পারেন।

প্রসঙ্গত, সোমবার (৭ আগস্ট) আদালতে ১০০ বারের মত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা ছিল। এতেও র‍্যাব প্রতিবেদন দিতে পারেনি।

আরও পড়ুন: ১০০ বারেও দাখিল হয়নি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

সাগর-রুনি হত্যা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর