Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা তদন্ত করবে ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ১৪:৩৮

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন হিরো আলম।

এদিন হিরো আলমের জবানবন্দি রেকর্ড করে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলায় এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বাদী ইউটিউবে দেখতে পান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাজারও জনতার সামনে দেওয়া বক্তব্যে বলেছেন, ‘হিরো আলমের মত একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’ যা মুহূর্তে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং লিখিতভাবেও লিফলেট আকারে প্রচার ও প্রকাশ করে। বাদী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৮ সালে বগুড়া-৪ আসন থেকে এবং ২০২৩ সালে বগুড়া-৪ ও ৬ আসন এবং অতি সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ নেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের বিশ্লেষণে বাদী একজন সুস্থ, নির্বাচন করার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে তিনবার প্রমাণিত ও যোগ্য হয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করেন।

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা

 

আরও উল্লেখ করা হয়, বাদীর অসংখ্য ভক্ত আছে। রিজভীর এমন বক্তব্যের কারণে অভিযোগকারী হতাশা অনুভব করছেন। তার ভক্তদের মাঝেও যথেষ্ট হতাশাসহ ক্ষোভ বিরাজ করছে। রুহুল কবীর রিজভীর এমন মানহানিকর, সুনামক্ষুন্ন এমন কটূক্তি, মিথ্যা, অসত্য বক্তব্য, মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার সম্পূর্ণ নিন্দনীয়, যা দণ্ডবিধি আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। এমন আক্রমনাত্মক মানহানিকর বক্তব্যের কারণে বাদীর মান-সম্মানহানিসহ সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন হয়েছেন। বিএনপির বিভিন্ন প্রোগ্রামে নেতাকর্মীরা বিভিন্ন সময়ে বাদীকে নিয়ে কটূক্তি ও আক্রমণাত্মক মানহানিকর বক্তব্যে প্রচারের মাধ্যমে অপমান-অপদস্ত করেছেন। তার এমন বক্তব্যে বাদীর ৫০ কোটি টাকার মানহানি হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে রিজভী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

সারাবাংলা/এআই/এমও

ডিবি রিজভী হিরো আলম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর