Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নাম বদলে আসছে সাইবার নিরাপত্তা আইন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ১২:৫৯ | আপডেট: ৭ আগস্ট ২০২৩ ১৩:২৪

ঢাকা: ঢাকা: আলোচিত-সমালোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ (ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮) বদলে যাচ্ছে। বেশকিছু ধারা পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’ (সাইবার সেফটি অ্যাক্ট ২০২৩) নামে আসতে যাচ্ছে আইনটি।

সোমবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারা পরিবর্তন করা হয়েছে। নতুন রূপে আইনটি আসছে সাইবার নিরাপত্তা নামে। পরবর্তী সময়ে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষার দাবিতে র্দীঘদিন ধরেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হচ্ছিল। সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, অধিকার কর্মী ও অনেক রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টরা এই আইন বাতিলের দাবিতে বহুদিন সোচ্চার ছিলেন।

জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিরোধিতার মধ্যেই ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর সংসদে পাস হয়েছিলো ডিজিটাল নিরাপত্তা আইন। এরপর আইনটি কার্যকর করার পর থেকে বহু সাংবাদিক এই আইনে গ্রেফতার হয়েছেন, কারগারে গিয়েছেন।

সারাবাংলা/জেআর/এমও

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সাইবার সেফটি অ্যাক্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর