Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, বন্ধ রাখা হলো ৪৫ মিনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ১০:৪৩

ঢাকা: যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল মেট্রোরেলে। যে কারণে সোমবার (৭ আগস্ট) সকালে প্রায় ৪৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টায় রেল চালুর কিছুক্ষণ আগে কিছু ত্রুটি ধরা পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে তা মেরামত করে আবারও চালু করা হয় মেট্রোরেল।

এমআরটি লাইন-৬ এর জিএম অপারেশন মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি রাতে মেট্রোরেল বন্ধের সময় এবং সকালে চালুর সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। রোববার (৬ আগস্ট) রাতেও করা হয়েছিলো। তখন সবকিছু ঠিকঠাক ছিলো। সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে এটা কোনো বড় ত্রুটি ছিল না। এই ত্রুটির কারণে রেল কিছুক্ষণ বন্ধ ছিলো। তবে ত্রুটি ঠিক করে দ্রুত রেল চালু করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২ সালে ২৮ ডিসেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একদিন পরেই যাত্রী নিয়ে বাণিজ্যিক চলাচল শুরু করে মেট্রোরেল।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর