Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৩ ২২:১২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এক্সপ্রেসওয়ের ওপরে যাত্রাবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৩৫) বছরের যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী কেনাপাড়া কাঠেরপুলে ড. মাহবুবুর রহমান কলেজের সামনে এক্সপ্রেসওয়ের ওপরে ঘটনাটি ঘটে।

মুর্মূষু অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, রাতে ডিউটি করার সময় ট্রিপোল নাইনের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ‍মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লোকজনের মাধ্যমে জানতে পেরেছি কোনো একটি বাস ওই যুবককে চাপা দিয়ে চলে গেছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো ফুল হাতা গেঞ্জি ও আকাশী রংয়ের পায়জামা।

সারাবাংলা/এসএসআর/একে

বাসচাপা যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর