Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় থেকে সরানো হল আরও ৮০০ পরিবার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৩ ১৮:৫৩

চট্টগ্রাম ব্যুরো: দিনভর টানা বর্ষণের মধ্যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড় থেকে আরও ৮০০ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। এ নিয়ে গত দুইদিনে এক হাজার ৫০ পরিবারকে সরানো হয়েছে। বৃষ্টিতে পাহাড় ধসে জানমালের ক্ষতির আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার (৬ আগস্ট) সকাল থেকে নগরীর আকবর শাহ ও খুলশী থানা এলাকায় সাতটি পাহাড়ে টানা অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৫ আগস্ট) রাতে নগরীর আকবর শাহ থানার বিজয়নগর ও ঝিল পাহাড়ে অভিযান চালিয়ে ২৫০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক সারাবাংলাকে জানান, রোববার সকালে আবারও বিজয়নগর পাহাড় এবং ঝিলের তিনটি পাহাড়ে অভিযান চালানো হয়। এর পাশে শান্তিনগর ও বেলতলীঘোনা এলাকায় অভিযান চালানো হয়। এসব পাহাড় থেকে ৫০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া খুলশী থানার মতিঝর্ণা পাহাড় থেকে আরও ৩০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

‘মতিঝর্ণা এলাকা থেকে সরানো পরিবারগুলোর মধ্যে অন্তত ১০০টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের দুপুরের খাবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সর্বমোট ৮০০ পরিবারের প্রায় তিন হাজার মানুষকে সরানো হয়েছে। পাহাড়ে ঘর বানিয়ে ঝুঁকিপূর্ণভাবে এই পরিবারগুলো বসবাস করছিল। তবে সরানো হলেও এদের অধিকাংশই আশ্রয়কেন্দ্রে যাননি।’

পাহাড় থেকে সরিয়ে বাসিন্দাদের রাখতে চট্টগ্রাম নগরীতে ১৯টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

নগরীর আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে বলেন, ‘আকবর শাহ এলাকায় কয়েকটি পাহাড়ে লোকজন ছিল। জেলা প্রশাসনের সঙ্গে মিলে আমরা তাদের সরিয়ে দিয়েছি। বৃষ্টিপাতের মধ্যে তারা যাতে আবার সেখানে আসতে না পারে, সে জন্য আমরা নজরদারি অব্যাহত রেখেছি।’

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। শনিবার সন্ধ্যার পর থেকে আবহাওয়া অফিস অতি ভারি বৃষ্টিপাত ও পাহাড়ধসের সতর্কতা জারি করে। এরপর পাহাড়ের বাসিন্দাদের সরাতে অভিযানে নামে জেলা প্রশাসন।

সারাবাংলা/আরডি/ইআ

টপ নিউজ পাহাড়ধস

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর