Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে আফতাব চেয়ারম্যান হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৩ ১৬:৩৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় ২২ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন আবুল কালাম ও নূর মোহাম্মদ।

এ ছাড়া নূর মোহাম্মদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ রায়ে ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ এর বিচারক শাম্মী আক্তার এ রায় দেন। রায়ের সময়ে আবুল কালাম আদালতে অনুপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে সাক্ষ্যর দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক শেষে দুইজনের যাবজ্জীবন সাজার আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২০০১ সালের ১৪ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফিরে রিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে ইসাখালি গ্রামের ইসলাম হাজীর বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে সোহেল রানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।

সারাবাংলা/একে

টপ নিউজ যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর