আইনজীবীর সঙ্গে পরামর্শ করে ফিরে গেলেন হিরো আলম
স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৩ ১৬:২৫ | আপডেট: ৬ আগস্ট ২০২৩ ১৬:৩৯
৬ আগস্ট ২০২৩ ১৬:২৫ | আপডেট: ৬ আগস্ট ২০২৩ ১৬:৩৯
ঢাকা: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) যান। তবে ডিবি কার্যালয় থেকে বের হয়ে আদালতে মামলা দায়ের করার কথা জানান হিরো আলম।
রোববার (৬ আগস্ট) বিকেল তিনটার দিকে আদালতের উদ্দেশে আসেন তিনি। তবে আদালতে না এসে সরাসরি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন। গাড়ির ভেতরে বসে ছিলেন হিরো আলম। সেখানে তার আইনজীবীও যান। আইনজীবীর সঙ্গে মামলার বিষয়ে পরামর্শ করেন তিনি। পরে সেখান থেকে চলে যান হিরো আলম।
মামলার বিষয়ে হিরো আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আজকে কিছু বলতে চাচ্ছি না।’ কোন কোর্টে মামলা করবেন— জানতে চাইলে বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি। মামলা করলে অবশ্যই জানতে পারবেন।’
সারাবাংলা/এআই/এনএস