Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে ভারত সফরে যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৩ ০৯:৪৩ | আপডেট: ৬ আগস্ট ২০২৩ ১২:০৩

ঢাকা: ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে নয়াদিল্লি সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। রোববার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেবেন তারা। দলটির নেতৃত্বে থাকছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (৫ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা (এমপি) সারাবাংলাকে ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

তিন দিনের এই সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রতিনিধি দলের। সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিজেপি সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগ বলছে, বিজেপির সঙ্গে সৌজন্য সফরের ধারাবাহিকতা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ মাসের মতো বাকি। এই সময়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলটির ভারত সফর এবং সেখানকার নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের অন্যরকম গুরুত্ব রয়েছে বলে মনে করেন দলটির নেতারা। সফরে আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা, ভারতের মনোভাব এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে, আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

প্রসঙ্গত, গত ২০ জুলাই প্রতিনিধি দলটির সফরে যাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৯ জুলাই নির্ধারণ করা হয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সময়সূচি ফাঁকা না পাওয়ায় সফর ফের পেছানো হয়।

সারাবাংলা/এনআর/এনইউ

আওয়ামী লীগ প্রতিনিধি দল ভারত সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর